ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে এমবাপ্পেকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি রিয়াল মাদ্রিদের শেষ অনুশীলনে অংশ নেননি। কোচ জাবি আলোনসো জানিয়েছেন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে এমবাপ্পেকে খেলানো হবে কিনা।
বিজ্ঞাপন
এমবাপ্পে সকালে কিছুটা সুস্থ অনুভব করলেও গরম আবহাওয়ার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার না খেলা হলে রিয়ালের আক্রমণভাগে বড় ধাক্কা হতে পারে। তাছাড়া রুডিগার ও কামাভিঙ্গাও ইনজুরিতে থাকায় রিয়ালের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে।
বিজ্ঞাপন
আরটিভি/এসকে