ক্লাব বিশ্বকাপ

আল-হিলালের বিপক্ষে হোঁচট খেল রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৮:২৫ এএম


রিয়াল মাদ্রিদ-আল হিলাল
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। মায়ামির ফ্লোরিডায় ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফেদেরিকো ভালভের্দে। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়নদের। 

বিজ্ঞাপন

এদিন রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে সৌদি ক্লাব আল-হিলাল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন সার্গে মিলিনকোভিচ-সাভিচ। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার অসাধারণ সেভ করলে এই যাত্রায় রক্ষা পায় রিয়াল।   

প্রথম ১০ মিনিটেই রিয়ালের গোলবারে পাঁচটি শট নেয় আল-হিলাল। যেখানে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একাধিকবার রিয়ালের রক্ষণভাগ ভেঙে ফেলে সৌদির ক্লাবটি। অফসাইডে রেনান লোডির করা ১টি গোল বাতিল হয়ে যায়। 

বিজ্ঞাপন

প্রথমার্ধের খেলার ৩৩তম মিনিটে রদ্রিগোর পাস থেকে গন্সালো গার্সিয়ার করা গোলে এগিয়ে যায় রিয়াল। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি স্পেনের ক্লাবের। ৩৬তম মিনিটে রাউল আসেন্সিওর ফাউলে পেনাল্টি পায় আল-হিলাল। এই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রুবেন নেভেস।  

বিরতির পর বেশ কিছু সুযোগ তৈরি করে রিয়াল। বোনোর দক্ষতা ও পোস্টের বাধার কারণে গোল হয়নি। ৮৭তম মিনিটে ফ্রান গার্সিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

আরও পড়ুন

ভালভের্দের নেয়া পেনাল্টি ঠেকিয়ে রাজা বনে যান আল হিলালের গোলরক্ষক বোনো। শেষ পর্যন্ত আল হিলালের সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ক্লাবটির।  

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission