ইনজুরি কাটিয়ে ফিরছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের।
মিরপুরে অনুশীলন শেষে বুধবার (১৮ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সুখবর দিয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি জানান, তাসকিন এখন নিয়মিত লম্বা স্পেলে বোলিং করছেন এবং পুরোপুরি রিকভারি করেছেন। ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে তিনি ফিট হয়ে উঠছেন।
মুস্তাফিজকে নিয়েও আশাবাদী তামিম। তিনি জানান, ফিজ ভাই বোলিংয়ে ফিরেছেন, প্রতিদিনই বোলিং করছেন। তার কথায়, আশা করছি ফিজ ভাই ভালোভাবে কামব্যাক করবে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই থেকে। এরপর ৫ ও ৮ জুলাই হবে বাকি দুই ওয়ানডে। ১০, ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোয় হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচেই তাসকিন-মুস্তাফিজকে পাওয়া যেতে পারে বলে আশা।
টেস্ট সিরিজ শেষে আগামী ২ জুলাই থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পরের ম্যাচ ৫ জুলাই। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ৮ জুলাই দুই দল মাঠে নামবে। সব ম্যাচই হবে দিবা–রাত্রির।
ওয়ানডে সিরিজ শেষে ১০ ও ১৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টিতে ডাম্বুলার স্টেডিয়ামে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা মূুখোমুখি হবে। এরপর দুই দল কলম্বোয় ফিরে ১৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় টি–টোয়েন্টি খেলতে মাঠে নামবে।
আরটিভি/এসকে/এস