ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ, আসিথার ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১০:৫১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গলে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করা টাইগাররা তৃতীয় দিনে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫ রান।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের সকালে দলের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো। দিনের তৃতীয় ওভারেই নাহিদ রানাকে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ৮ বল খেলে রানশূন্য ছিলেন নাহিদ। অপর প্রান্তে হাসান মাহমুদ অপরাজিত থাকেন ৭ রানে। 

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত (১৪৮) ও মুশফিকুর রহিম (১৬৩), আর লিটন দাস করেন ৯০ রান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আসিথা ফার্নান্দো ৪ উইকেট। থারিন্দু রত্নায়েকে ও মিলান রত্নায়েকে নিয়েছেন ৩টি করে উইকেট। এখন দেখার পালা লঙ্কান ব্যাটাররা কীভাবে জবাব দেন এই বড় স্কোরের। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |