ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কিংবদন্তিদের বিশ্বকাপে গেইল, ডি ভিলিয়ার্স ও যুবরাজদের মিলনমেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১০:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! আবারো মাঠ কাঁপাতে ফিরছেন এক ঝাঁক কিংবদন্তি ক্রিকেটার। আগামী ১৮ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর দ্বিতীয় আসর। যা চলবে ২ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলো চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল এজবাস্টন, নর্দাম্পটন, লেস্টার এবং হেডিংলি। 

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে অংশ ৬টি দল নিচ্ছে:   
- ভারত চ্যাম্পিয়নস  
- পাকিস্তান চ্যাম্পিয়নস  
- অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস  
- দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস  
- ইংল্যান্ড চ্যাম্পিয়নস  
- ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস

রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বিজ্ঞাপন

গতবারের মতো এবারও ভারত চ্যাম্পিয়নসের নেতৃত্বে থাকছেন যুবরাজ সিং। তার দলে আছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও মোহাম্মদ কাইফ।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস-এর হয়ে খেলবেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, লেন্ডল সিমন্স। এছাড়াও থাকছেন চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস ও শেলডন কটরেল।

দক্ষিণ আফ্রিকার শিবিরে সবচেয়ে বড় আকর্ষণ এবি ডি ভিলিয়ার্স। তার সঙ্গে দেখা যাবে আরও কিছু সাবেক প্রোটিয়া তারকাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সত্যিকারার্থে এটি এক ‘nostalgia fest’ যেখানে পুরনো দিনের প্রিয় তারকারা আবার ব্যাট-বল হাতে ফিরবেন মাঠে। ক্রিকেট প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের উৎসব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |