ঢাকা

রোনালদোর পায়ের নেইলপলিশ অলংকার নয়, বরং অস্ত্র!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:২৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবিতে তার পায়ের নখে কালো নেইলপলিশ দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, সাধারণত এমন দৃশ্য নারীদের মধ্যেই বেশি দেখা যায়।

বিজ্ঞাপন

নিজের ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন পর্তুগিজ সুপারস্টার। ছবিতে তার পায়ের নখে স্পষ্ট দেখা গেছে কালো রঙের নেইলপলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রোনালদোর পায়ে নেইলপলিশ কেন?

CR7

বিজ্ঞাপন

তবে বিষয়টি নিছক ফ্যাশন নয়,নেইলপলিশ রোনালদোর জন্য এক ধরনের সুরক্ষা। ম্যাচ চলাকালীন ট্যাকল, ধাক্কা বা চাপ থেকে নখ ফাটার ঝুঁকি থাকে। সেই ক্ষতির আশঙ্কা কমাতেই নেইলপলিশ ব্যবহার করেন রোনালদো।

বিশেষত কালো নেইলপলিশ নখে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। যা নখকে করে আরও মজবুত ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। ফুটবলের মতো ঘামঝরা খেলায় ঘাম, ধুলা ও সংক্রমণ ঠেকাতেও কার্যকর এটি।

এমএমএ ফাইটারদের মধ্যে এই অভ্যাস ইতিমধ্যেই জনপ্রিয়। সেখান থেকেই অনেক ফুটবলার অনুপ্রাণিত হচ্ছেন।

বিজ্ঞাপন

তবে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, নেইলপলিশ কিছুটা সুরক্ষা দিলেও মূল সমস্যা চামড়ার সংক্রমণ হলে চিকিৎসা করা জরুরি। শুধু পলিশই যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুতরাং, রোনালদোর নেইলপলিশ আসলে মাঠের যুদ্ধের আগে এক ধরনের প্রস্তুতি যা অলংকার নয় বরং কৌশল হিসেবে কাজ করে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |