ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মার্করামের বড় লাফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:৫৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। 

বিজ্ঞাপন

এর ফলে, ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে তিনি। বোলিং র‍্যাঙ্কিংয়েও ৪৪ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।

অন্যদিকে, প্রোটিয়া ব্যাটার ডেভিড বেডিংহ্যাম এগিয়েছেন ১৭ ধাপ, যৌথভাবে ৪০তম স্থানে ক্যামেরন গ্রিনের সঙ্গে। গ্রিন নিজেও উন্নতি করে এখন একই অবস্থানে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান তরুণ অলরাউন্ডার বিউ ওয়েবস্টার উঠে এসেছেন ৭০ নম্বরে। তবে ব্যর্থ ফাইনালের খেসারত দিয়েছেন ট্রাভিস হেড, ৪ ধাপ পিছিয়ে এখন ১২ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লুঙ্গি এনজিডি (৭ ধাপ, এখন ৩৭ নম্বরে)। ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাদা দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। শীর্ষে জাসপ্রীত বুমরাহ।

আরও পড়ুন

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা, দুই নম্বরে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। মিচেল স্টার্ক ৩ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |