ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে লিডসে নামার আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে চমক দিয়েছে ইংলিশরা। তবে একাদশে রয়েছে অভিজ্ঞতা ও ভারসাম্যের সমন্বয়।

বিজ্ঞাপন

ব্যাটিং লাইনআপে কোনো চমক রাখেনি ইংল্যান্ড। ইনিংস শুরু করবেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। গুরুত্বপূর্ণ তিন নম্বরে থাকছেন ওলি পোপ, যাকে ঘিরেই ছিল কিছু প্রশ্ন। এরপর যথাক্রমে জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস এবং উইকেটরক্ষক হিসেবে সাত নম্বরে থাকছেন জেমি স্মিথ।

বোলিং বিভাগে দেখা যাবে নতুন চেহারা,  স্পিনে একমাত্র ভরসা লেগস্পিনার শোয়েব বশির। পেস আক্রমণে রয়েছেন ক্রিস ওকস, ব্রেয়ডন কার্স ও জশ টাং। পঞ্চম বোলার হিসেবে বেন স্টোকস করবেন সহায়তা।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে দলে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বোলার। মার্ক উড, গাস অ্যাটকিনসন ও জোফ্রা আর্চার চোটের কারণে বাইরে। তাই বোলিং বিভাগে কিছুটা নতুনত্ব আনতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন

ইংল্যান্ডের একাদশ (হেডিংলি টেস্ট):  
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রেয়ডন কার্স, জশ টাং, শোয়েব বশির।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |