ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুই গেমসের প্রশিক্ষণে বাজেট ৬ কোটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অক্টোবরে বাহরাইনে যুব এশিয়ান গেমস এবং নভেম্বরে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে ৬ কোটি ১০ লাখ টাকার বাজেট দিয়েছে। বাজেট পাওয়ার পর এনএসসি আগামীকাল গেমস সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক ও সভাপতিদের নিয়ে বৈঠকে বসবে। 

বিজ্ঞাপন

তিন মাসের অনুশীলনের পরিকল্পনায়, দেশের বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের বছরে পূর্ণকালীন প্রশিক্ষণের সুযোগ না থাকায় গেমসের আগে তিন মাসের প্রশিক্ষণ পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় প্রতিদিন খেলোয়াড়দের খাবার বাবদ ৭৫০ টাকা, পকেট মানি ৩৫০ টাকা, কোচদের সম্মানী ১ হাজার টাকা ও ক্যাম্পে যোগদানের এককালীন ৪ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে।

খেলোয়াড় ও ডিসিপ্লিনের সংখ্যা প্রায় চূড়ান্ত  
যুব এশিয়ান গেমস (বাহরাইন): ১৩ ডিসিপ্লিনে ৭৪ জন খেলোয়াড়  
ইসলামিক গেমস (সৌদি): ১১ ডিসিপ্লিনে ৭৪ জন খেলোয়াড় ও ২৬ জন কোচ

বিজ্ঞাপন

বাজেট বাস্তবায়ন নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর, বাজেট এবং খেলোয়াড়-প্রশিক্ষক তালিকা পেয়ে এনএসসি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে অর্থ সংস্থান নিশ্চিত করতে। এরপরই মূল অনুশীলন শুরু হবে।

আরও পড়ুন

এদিকে ২৪ জুন, বিওএ’র নির্বাহী সভায় গ্লাসগো কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন নির্ধারণ, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ও নতুন বাজেট অনুমোদনের প্রস্তাব উঠবে। তবে গঠনতন্ত্র অনুযায়ী, চূড়ান্ত বাজেট অনুমোদন করবে বিওএ’র সাধারণ পরিষদ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |