বয়সটা এখনও ১৮ হয়নি, তারকা আগেই তারকা খ্যাতি অর্জন করেছেন স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। চলমান ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি তার দল বার্সেলোনা, তাই অবসর সময় কাটাচ্ছেন এই তরুণ ফুটবলার।
সম্প্রতি ২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও ওনলি-ফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে ইয়ামালের ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বয়সে বড় মডেলের সঙ্গে ছুটি কাটানোয় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
এর মাঝেই পর্ন তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি। স্প্যানিশ টিভি শো ট্রেডএআরে লামিন বলেন, বাভেলের সঙ্গে দেখা করতে চাননি, কারণ এতে তিনি আগ্রহী ছিলেন না। কারণ, আমার মা অচেনা কাউকে বাসায় ঢুকতে দেন না।
এরপরই আগুনে ঘি ঢেলেছে ক্লদিয়া বাভেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পর্ন তারকা দাবি করেছেন, তিনি নিজেই ইয়ামালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
ক্লদিয়া বাভেল লিখেছেন, ২০২৫ সালে এই প্রসঙ্গে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যেহেতু ইয়ামাল আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন, তাই আমিও আমার দিকটা পরিষ্কার করছি। তিনি বলেন তিনি মা’র সঙ্গে থাকেন, কিন্তু বাস্তবে তিনি একাই থাকেন।
‘তিনি বলেন আমাকে প্রত্যাখ্যান করেছেন, অথচ তিনিই আমার সঙ্গে যোগাযোগ করে দেখা করতে চেয়েছিলেন। আমরা নাকি কখনও দেখা করিনি, অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে’
তিনি আরও দাবি করেন, ইয়ামাল তাকে মুখ না খোলার জন্য হুমকি দিয়েছে এবং তার কাছে সেই প্রমাণস্বরূপ ভয়েস নোটও রয়েছে।
আরটিভি/এসআর -টি