বেশ কিছুদিন ধরেই ইরানে হামলা করে আসছে ইসরায়েল। এতে দেশটিতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষসহ ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নাম। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন স্বর্ণ পদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি।
শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন তেহরান টাইমস।
ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী। কারাতে নিয়ে বিশ্বজয় করার স্বপ্ন ছিল তার। তবে ইসরায়েলি বর্বরতায় নিমিষেই সবশেষ। হেলেনার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও এক কোচ প্রাণ হারান।
শুধু ক্রীড়াবিদ নয়, অশ্বারোহী মেহদি পৌলাদভান্দের পরিবারও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। একের পর এক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।
যার ফলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি। সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
আরটিভি/এসআর -টি