ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

যে কারণে নিষেধাজ্ঞায় পড়তে পারেন পান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১২:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে চলমান প্রথম টেস্টে বিতর্কে জড়িয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। ম্যাচের তৃতীয় দিনে বল বদলের অনুরোধ আম্পায়াররা না মানায় রাগে বল ছুঁড়ে ফেলেন তিনি। তার এই আচরণ আইসিসির আচরণবিধি ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেতে পারেন পান্ত।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত টেস্টের তৃতীয় দিনে, যখন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ৬১ ওভার শেষে আম্পায়ার ক্রিস গাফানির কাছে বল বদলের অনুরোধ করেন। গাফানি সেই অনুরোধে সাড়া না দিলে পরে অপর আম্পায়ার পল রাইফেলের কাছে যান পান্ত। সেখানেও একই অনুরোধ করেন তিনি। বলের আকার যন্ত্র দিয়ে যাচাই করে রাইফেল জানান, বল এখনও খেলার উপযোগী।

এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হন পান্ত। রাগে বল ছুঁড়ে দেন মাঠে, যা আম্পায়ারের অপমান বলে গণ্য হতে পারে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ দেখানো শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

আইসিসির ২.৮ ধারা অনুসারে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে তা লেভেল ১ অথবা লেভেল ২ অপরাধ হিসেবে বিবেচিত হয়। লেভেল ১-এ ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কাটা এবং ১ ডিমেরিট পয়েন্ট হয়। কিন্তু লেভেল ২-এ শাস্তি আরও গুরুতর ম্যাচ ফির ১০০ শতাংশ কাটা এবং এক টেস্ট বা দুটি ওয়ানডে ম্যাচের জন্য নিষেধাজ্ঞা।

সবকিছু এখন নির্ভর করছে ম্যাচ রেফারির কাছে আম্পায়ারদের রিপোর্টের ওপর। যদি তারা পান্তের আচরণ নিয়ে অভিযোগ জানান, তাহলে আইসিসি শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন

এদিকে, বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করে ৬ রানের লিড পেয়েছে ভারত। এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি, পান্তের শাস্তির বিষয়েও নজর থাকবে ক্রিকেটবিশ্বের।


আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |