শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এমন তথ্য সামনে এনেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অসন্তুষ্ট শান্ত নিজ থেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
বাঁহাতি ব্যাটার শান্ত সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তার সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তা আনুষ্ঠানিকভাবে কবে কার্যকর হবে, তা নির্ভর করবে বোর্ডের সঙ্গে আলোচনার ওপর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। সূত্রের ভাষ্য, আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয় এটাই আমার ধারণা।
ক্রিকবাজের প্রতিবেদনের ভাষ্য, শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদই টেস্ট ও ওয়ানডে দলে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। কেবল টি-টোয়েন্টি ছেড়ে দিতে বলেন, ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর স্বার্থে। তবে গত ১২ জুন শান্তকে না জানিয়েই ওয়ানডেতে নতুন অধিনায়ক করা হয় মেহেদি হাসান মিরাজকে।
সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়ক করা হয় মেহেদি হাসান মিরাজকে। জানা গেছে, ওই সিদ্ধান্ত ছিল শান্তর জন্য পুরোপুরি অপ্রত্যাশিত। তাকে আগেভাগে কিছু না জানিয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। এমনকি সেই সময় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনার পরিকল্পনা থাকলেও, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের ফোন পাওয়ার পর শান্ত সেই বৈঠকে অংশ নেননি।
ব্যাটিংয়ে মনোনিবেশ করতে এর আগে নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত। তৎকালীন বিসিবি সভাপতির অনুরোধে টেস্ট ও ওয়ানডে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বোর্ডের সর্বশেষ সিদ্ধান্তে নিজেকে উপেক্ষিত মনে করছেন শান্ত।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য দাবি করেছেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই ওয়ানডেতে নতুন নেতৃত্ব এসেছে। শান্তও খেলোয়াড়সুলভ মানসিকতায় বিষয়টি মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সিরিজ শেষে শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়লে বাংলাদেশের টেস্ট দলের জন্য সামনে আসতে পারে নতুন নেতা বেছে নেওয়ার চ্যালেঞ্জ।
আরটিভি/এসকে