শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন ভক্তরা। অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে দলে ফেরানোর সম্ভাবনাও ছিল। তবে বিসিবির ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি এই টাইগার উইকেটকিপারের।
এই সিদ্ধান্তে কিছুটা হতাশ সোহান। চট্টগ্রামে অনুশীলন ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলার পর তিনি বলেন, যদি নিয়মিত হতে পারতাম, তাহলে ক্যারিয়ারটা হয়তো অন্যরকম হতো। মনে হয়, সুযোগটা আমি ধরতে পারিনি। যেকোনো কারণে সেটা হতে পারে। তবে অবশ্যই আক্ষেপটা থাকবে।
সোহানকে জাতীয় দলে না রাখার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, একই দলে একাধিক উইকেটকিপার রাখা কঠিন। লিটন দাস ছন্দে ফিরেছেন এবং তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কও। তাই তাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা এখনো তীব্র সোহানের ভেতরে। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলা গর্বের ব্যাপার। এখনও সেই স্বপ্ন দেখি। যেদিন এই স্বপ্নটা আর থাকবে না, সেদিন ক্রিকেট খেলা বন্ধ করে দেবো।
আপাতত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই জাতীয় দলে ফেরার অপেক্ষায় এই অভিজ্ঞ উইকেটকিপার।
আরটিভি/এসকে -টি