ফুটবল ইতিহাসে কে সেরা—এই প্রশ্নের উত্তর নিয়ে যুগ যুগ ধরে চলেছে বিতর্ক। পেলে, ম্যারাডোনা, রোনালদোদের ভক্তদের মধ্যে মতভেদ থাকলেও এক নাম সবাইকে থামিয়ে দেয় আর সে হলো লিওনেল মেসি।
সর্বকালের সেরা হতে কী লাগে? সংখ্যায় সাফল্য, ট্রফির ঝুলিতে ভর, ধারাবাহিকতা, আর চোখধাঁধানো পারফরম্যান্স সবকিছুই আছে মেসির ঝুলিতে। ৮টি ব্যালন ডি’অর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক স্বর্ণপদক, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ ৪০টির বেশি শিরোপা জিতে মেসি প্রমাণ করেছেন, তিনি শুধু সফল নন—অসাধারণ।
তবে শুধু সংখ্যাই নয়, খেলায় সৌন্দর্য, চমক, কারুকাজ সবকিছু মিলিয়ে যেন ফুটবলের প্রাণ মেসি। তার খেলা দেখতে গ্যালারিতে হাজির হয় হাজারো ভক্ত, টিভির সামনে চোখ রাখে কোটি মানুষ। ফুটবল বিশ্লেষকরা বলেন, মেসি শুধু গোল করেন না, খেলা পড়েন, তৈরি করেন এবং বদলে দেন। প্রতিপক্ষ যত বড়ই হোক, মেসির একটি পাস, একটি স্পর্শেই ম্যাচের চিত্র বদলে যেতে পারে।
তাই প্রশ্নটা থেকে যায় মেসি কি সত্যিই মানুষ, নাকি ভিনগ্রহ থেকে আসা কোনো ফুটবল শিল্পী? যিনি মাঠে নামলেই, ফুটবলকে পরিণত করেন কাব্যে। ফুটবল বিশ্বে লিওনেল মেসি এক জীবন্ত কিংবদন্তি। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক এই আর্জেন্টাইন জাদুকরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সকল বড় অর্জন—
ব্যক্তিগত অর্জন
- ৮ বার ব্যালন ডি’অর (রেকর্ড) – ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩
- ৭ বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় (FIFA The Best)
- ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট
- ২৩ বার লা লিগার মাসসেরা খেলোয়াড়
- বিশ্বকাপ গোল্ডেন বল – ২০১৪, ২০২২
- ফিফা ওয়ার্ল্ড কাপ ড্রিম টিম – ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২
- ম্যাচে সর্বোচ্চ হ্যাটট্রিক – লা লিগায় ৩৬টি
ক্লাব ট্রফি (বার্সেলোনার হয়ে)
- ১০ বার লা লিগা
- ৭ বার কোপা দেল রে
- ৮ বার স্প্যানিশ সুপার কাপ
- ৪ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
- ৩ বার উয়েফা সুপার কাপ
- ৩ বার ফিফা ক্লাব বিশ্বকাপ
জাতীয় দলের অর্জন (আর্জেন্টিনার হয়ে)
- ফিফা বিশ্বকাপ – ২০২২
- কোপা আমেরিকা – ২০২১
- ফিনালিসিমা – ২০২২
- বিশ্বকাপ রানার্স-আপ – ২০১৪
- অলিম্পিক গোল্ড মেডেল – ২০০৮
- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ – ২০০৫
সর্বোচ্চ গোলের রেকর্ড:
- বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা – ৬৭২ গোল
- আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা – ১০৬ গোল (২০২৫ পর্যন্ত)
- লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোল – ৪৭৪
লিওনেল মেসি কেবল এক ফুটবলারের নাম নয়, তিনি এক যুগের নাম। অর্জন দিয়ে নয়, হৃদয় দিয়ে বিশ্বজয় করেছেন তিনি। সেই মেসি আজ ৩৮ বছর পূর্ন করেছেন। শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি।
আরটিভি/এসকে