২০২৫-২৬ মৌসুম সামনে রেখে সোমবার (৭ জুলাই) অনুশীলন শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্যারিংটনের ওই অনুশীলনে থাকছেন না দলের পাঁচ তারকা ফুটবলার মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো, জেডন সানচো, অ্যান্টনি এবং টাইরেল ম্যালাসিয়া। ইউনাইটেডের হয়ে আর না খেলার ইঙ্গিত দিয়ে এ পাঁচ ফুটবলারই ইতোমধ্যে ক্লাবকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন।
দলের নতুন কোচ রুবেন আমোরিম গড়তে চাইছেন একটি উদ্যমী ও ঐক্যবদ্ধ দল, যারা শুধুমাত্র দলের সাফল্যের জন্যই নিবেদিত থাকবে। এ লক্ষ্যে শুরু হয়ে গেছে দল পুনর্গঠনের কাজ। ইতোমধ্যে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। রাশফোর্ডের দীর্ঘদিনের ১০ নম্বর জার্সিও তুলে দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান খেলোয়াড়ের হাতে।
রাশফোর্ডসহ ক্লাব ছাড়তে যাওয়া পাঁচ ফুটবলারের নতুন ঠিকানা এখনও চূড়ান্ত হয়নি। দলবদল নিয়ে আলোচনা চলছে, যে কারণে তাদের জুলাইয়ের শেষ দিক পর্যন্ত ক্যারিংটনে রিপোর্ট করার প্রয়োজন নেই। তবে তারা চাইলে ট্রেনিং গ্রাউন্ডে এসে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন, যেখানে তাদের জন্য আলাদা কোচিং স্টাফও থাকবেন।
ক্লাব ছাড়ার সম্ভাবনায় রয়েছেন যারা
মার্কাস রাশফোর্ড: ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। তবে গত মৌসুমে কোচ আমোরিমের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। নিবেদন ও মনোযোগ নিয়ে প্রশ্ন ওঠে, যার পর ধারে চলে যান অ্যাস্টন ভিলায়। সেখানে ১৭ ম্যাচে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেন। এখন তার সম্ভাব্য ট্রান্সফার ফি ধরা হয়েছে ৪ কোটি পাউন্ড। তাকে বার্সেলোনায় নেয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ক্লাবটির আর্থিক সংকট বিষয়টি জটিল করে তুলছে।
আলেহান্দ্রো গারনাচো: তরুণ এই আর্জেন্টাইন উইঙ্গারকে দলে টানতে আগ্রহী ইতালিয়ান ক্লাব নাপোলি। তবে গারনাচো নিজে প্রিমিয়ার লিগেই থাকতে চান।
জেডন সানচো: ধারে খেলার পর তাকে কিনে নেওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু স্থায়ী চুক্তিতে না গিয়ে পিছু হটায় ক্লাবটিকে ৫ কোটি পাউন্ড জরিমানা গুনতে হয়েছে ইউনাইটেডকে।
অ্যান্টনি: গত মৌসুমে ধারে খেলেছেন রিয়াল বেতিসে। ক্লাবটি তাকে স্থায়ীভাবে নিতে চায়, তবে বেতন নিয়ে এখনো সমঝোতায় পৌঁছায়নি।
টাইরেল ম্যালাসিয়া: ইনজুরি ও ফর্মহীনতার কারণে মূল একাদশে জায়গা হারান এই ডাচ লেফট-ব্যাক। তাকেও ছাড়তে প্রস্তুত ক্লাব।
ইতোমধ্যে কোচ রুবেন আমোরিম ও তার স্টাফরা ৪ জুলাই থেকে ক্যারিংটনে কাজ শুরু করেছেন। ২২ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাবে ইউনাইটেড, যেখানে এভারটন, ওয়েস্ট হ্যাম ও বোর্নমাউথের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আরটিভি/এসকে