শ্রীলঙ্কাকে হারিয়েই বিশাল সুখবর পেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০১:৪৪ পিএম


শ্রীলঙ্কাকে হারিয়েই বিশাল সুখবর পেল বাংলাদেশ দল
ছবি: এএফপি

নিজের প্রিয় ফরম্যাট ওয়ানডে, তারপরও ৫০ ওভারের ম্যাচে হারের বৃত্তে আটকে পড়েছিল বাংলাদেশ দল। টানা ম্যাচ জয় বঞ্চিত ছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে জয়ে ফিরেছে তারা। এরপরই বড় সুখবর পেয়েছে মিরাজ-শান্তরা।

বিজ্ঞাপন

এক ম্যাচ জিতেই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।

তারপর চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পারায় গত মে মাসে আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর ২০০৬ সালের পর বাংলাদেশ নেমে যায় দশে। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বাংলাদেশ ২০১৫ সালে বিশ্বকাপে ভালোর করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুই বছর পর ২০১৭ সালে মে মাসে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানোর পর আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। 

বিজ্ঞাপন

কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শুধু অবনমনই হয়েছে।  শ্রীলঙ্কাকে হারিয়ে সেই ধারাটা কিছুটা হলেও পরিবর্তন করল শান্ত-লিটনরা। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission