শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে আলো ছড়াতে পারননি নামজুল হোসেন শান্ত। কিন্তু তৃতীয় ম্যাচে এই বাঁহাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) আঘাত পান শান্ত। চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।
বর্তমানে বরফ দেওয়া ও বিশ্রামে রেখে তার চিকিৎসা চলছে। শান্তকে আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর এক্স-রে করানো হতে পারে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
এর আগে, চলতি বছরের শুরুতেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন শান্ত। তখন দীর্ঘ বিশ্রাম শেষে তিনি দলে ফিরেছিলেন। শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। এরপরই জানা যাবে তৃতীয় ওয়ানডেতে শান্ত খেলতে পারবেন কি না।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
আরটিভি/এসআর/এস