ঢাকা

শারাপোভাকে পাত্তাই দিলেন না মুগুরুসা

স্পোর্টস ডেস্ক

বুধবার, ০৬ জুন ২০১৮ , ১০:২১ পিএম


loading/img

ফ্রেঞ্চ ওপেন মেয়েদের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে নাস্তানাবুদ করেছেন গারবিন মুগুরুসা। রাশিয়ান তারকাকে স্ট্রেট সেটে হারিয়ে মাত্র ৭০ মিনিটের মাথায় জয় ছিনিয়ে নিলেন এই স্প্যানিয়ার্ড।

বিজ্ঞাপন

ফের একবার শিরোপার জেতার লক্ষ্যে আর এক পা এগিয়ে গেলেন ২৪ বছর বয়সী মুগুরুসা। 

বুধবার বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা মুগুরুসা মাশাকে ৬-২, ৬-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন। একপেশে ম্যাচে দুবারের রোলান্ড গারোস বিজয়ী শারাপোভা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। 

বিজ্ঞাপন

মুগুরুসা ২০১৭ সালে উইম্বলডন ও ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। দুবারই ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জয় পান মুগুরুসা। 
--------------------------------------------------------
আরও পড়ুন :  সিনিয়রদের দুষলেন পাপন
--------------------------------------------------------

২০১৬ সালের ম্যাচে সেরেনাকে ৭-৫, ৬-৪ ব্যবধানে হারানো পরে উইম্বলডনে ৭-৫, ৬-০ ব্যবধানে জেতেন নারী টেনিসের নতুন এই বিস্ময়। 

বিজ্ঞাপন

কনকিনা মার্তিনেস ১৯৯৪ সালে গ্র্যান্ড স্লাম জেতেন। তারপরে দ্বিতীয় স্প্যানিশ নারী হিসাবে গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন মুগুরুসা। ২০১৫ সালেও উইম্বলডন সেমিফাইনালে উঠেছিলেন তবে সেবার সেরেনা উইলিয়ামসের কাছেই হেরে যান ভেনুজুয়েলার জন্ম নেয়া এই তারকা।

আরও পড়ুন : 

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |