ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

কাতার ওপেন থেকে শারাপোভার বিদায়

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ , ০৩:১৭ পিএম


loading/img

নিষেধাজ্ঞা থেকে ফিরে সময়টা ভালো যাচ্ছে না শারাপোভার। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে অখ্যাত মোনিকা নিকুলেসকুর কাছে হেরে কাতার ওপেন থেকে ছিটকে গেছেন রাশিয়ান এই সুন্দরী। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়া ওপেনে নিজেকে মেলে ধরতে পারেননি। 

বিজ্ঞাপন

অখ্যাত মোনিকা নিকুলেসকুরের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন শারাপোভা। প্রথম সেট ৬-৪ এ জিতে নেন। তবে এরপরই ঘটে ছন্দপতন। দ্বিতীয় সেট ৬-৪ ও তৃতীয় সেট ৬-৩ গেমে হেরে বিদায় নেন আসর থেকে।

রোমানিয়ার এই টেনিস তারকার বিশ্ব র‌্যাংকিংয়ে মারিয়া শারাপোভার থেকে ৫১ ধাপ পিছিয়ে ৯২তে। কিন্তু তিন সেটের লড়াইয়ে তেমনটা বোঝা গেল না।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে শারাপোভা বলেন, শারীরিকভাবে আমি ফিট রয়েছি। কিন্তু শেষে গিয়ে অনেক ভুল করে ফেলেছি। যতটা চেয়েছিলাম পারিনি।

এর আগে ১৫ মাসের নিষেধাজ্ঞার পর গত এপ্রিলে টেনিসের মূল স্রোতে ফেরেন শারাপোভা।

আড়াই ঘণ্টার লড়াইয়ে ৫২টি ভুল ছিল শারাপোভার। ১৭টি মোনিকার। 

বিজ্ঞাপন

এর আগে দুইবার দোহায় চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলেছিলেন পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন রাশিয়ান সুন্দরী।

আরও পড়ুন:

এএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |