• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন চামেলী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ নভেম্বর ২০১৮, ১২:৫৫

অবশেষে আলোর পথে যাত্রা বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুনের। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ দিন রাজশাহীর দরগা পাড়ার জরাজীর্ণ ঘরে পড়ে ছিলেন তিনি। পরে গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়লে অনেকেই তার পাশে এসে দাঁড়ান।

জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), রাজশাহীর মেয়র চামেলীকে সাহায্য করার আশ্বাস দেন। সবশেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন।

এমন অবস্থায় গত ২ নভেম্বর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। হাসপাতালের সকল খাবারের বিল বহন করেছে বিসিবি।

এবার উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হচ্ছে চামেলীকে। আজ শুক্রবার দুপুর ১টায় ভারতের বিমান ধরবেন ৩২ বছর বয়সী এই সাবেক নারী ক্রিকেটার।

চামেলীর অস্ত্রোপচার করা হবে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে। তার সাথে পরিবারের দুজন সদস্য থাকবেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে জানিয়েছে চামেলীর পরিবার।

এস/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলসহ টিভিতে আজকের খেলা
X
Fresh