ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রোনালদোর হ্যাটট্রিকে কোয়ার্টারে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৩ মার্চ ২০১৯ , ০৯:০৭ এএম


রোনালদোর হ্যাটট্রিকে কোয়ার্টারে জুভেন্টাস

রোনালদো বলেই সম্ভব সবকিছু। আর এ কথা যে মিথ্যা নয় তা আরো একবার প্রমাণিত হল গতকাল। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করে গোটা দলকে নিয়ে গেলেন কোয়ার্টারে। 

বিজ্ঞাপন

গতকালের হ্যাটট্রিকের আগে চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে জুভেন্টাসের হয়ে রোনালদোর গোল ছিল মাত্র একটি। অথচ এই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিই তিনি। শেষ পর্যন্ত রোনালদো তার নামের মর্যাদা রেখেছেন। প্রমাণ করেছেন তিনি কেন সেরাদের একজন। 

খেলা শুরুর আগে এ ম্যাচে জুভিদের হয়ে কেউ বাজি ধরার সাহস দেখায়নি। কিন্তু একজন ছিলেন ব্যতিক্রম। তিনি হলেন ২০১৫-১৬ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের ভল্ফসবুর্গের কোচ দিয়েতর হেকিং। এর কারণ ঐ মৌসুমে ভল্ফসবুর্গ প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে রোনালদোর হ্যাটট্রিকে সেমিতে উঠেছিল রিয়াল। 

বিজ্ঞাপন

ম্যাচের আগে ভল্ফসবুর্গের সাবেক কোচ দিয়েতর হেকিং বলেন, যদি কেউ পারে এটা, রোনালদোই পারবে। তার পক্ষে সবই সম্ভব।

মঙ্গলবার রাতে তুরিনে ফিরতি লেগে আতিথেয়তা নিতে যায় স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ।  ম্যাচের প্রথম থেকেই অতিথিদের টুটি চেপে ধরে জুভেন্টাস। ফলে ২৭তম মিনিটেই গোলের দেখা পায় জুভিরা। বাঁ দিক থেকে ফেদেরিকো বের্নারদেস্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মিনিট চারেক পর ২৩ গজ দূর থেকে বের্নারদেস্কির নেওয়া ফ্রি কিক অ্যাথলেটিকোর গোলপোস্টের ওপর দিয়ে গেলে গোলবঞ্চিত হয় জুভেন্টাস। প্রথম গোলের পর প্রথমার্ধে বেশ কটি ভালো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তুরিনের বুড়িরা।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে ৪৯তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন সিআরসেভেন। ক্যানসেলোর হাওয়ায় ভাসানো ক্রসে মাথা ছোঁয়ান রোনালদো। সেটা ফিরিয়েও দেন অ্যাথলেটিকোর গোলরক্ষক। কিন্তু ততক্ষণে উল্লাসে মাতোয়ারা জুভেন্টাস খেলোয়াড়েরা। কারণ, গোললাইন টেকনোলজিতে দেখা গেল বল লাইন পার হয়েছে ফেরানোর আগেই। 

ম্যাচের ৮৬তম মিনিটে সফল স্পট কিক থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি পার্থক্য গড়ে দেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা বের্নারদেস্কিকে পেছন থেকে কোররেয়া ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এই নিয়ে চার গোল করলেন রোনালদো। প্রতিযোগিতার ইতিহাসে তার মোট গোল হলো ১২৪। আর অ্যাথলেটিকোর বিপক্ষে এই নিয়ে ৩২ ম্যাচে ২৫টি গোল করলেন রোনালদো। আগের ২২টি করেছিলেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে।

ফিলিপ্পো ইনজাগি ও আলেসান্দ্রো দেল পিয়েরোর পর জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |