সৌদি প্রো লিগে টানা তিন জয় তুলে নিয়ে শিরোপা জয়ের আশা জিইয়ে রাখে আল নাসর। আল কাদসিয়ার বিপক্ষে জিতলেই চিরপ্রতিন্দ্বন্দ্বী আল হিলালের সঙ্গে ব্যবধান হতো ১ পয়েন্ট। কিন্তু আল কাদসিয়ার মাঠে ২-১ গোলে হেরে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। প্রতিপক্ষের মাঠে হেরে লিগের শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল রোনালদোর দল আল নাসর।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে হেরে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানে রয়ে গেলো আল নাসর। ২৮ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নাসরের। আর লিগে ৬১ পয়েন্ট নিয়ে আল হিলাল দ্বিতীয় ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
এদিন পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে আল নাসর। কিন্তু রোনালদো, মার্সেলো বোজোভিকদের মতো খেলোয়াড়রা এদিন গোল করতে পারেননি। সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করেন। তার গোলও দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচের ৩৫তম মিনিটে গোল করে আল আম্মার স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে সেনেগালিজ তারকা সাদিও মানে গোল করে খেলায় সমতা ফেরান। কিন্তু খেলা যখন শেষ দিকে তখন ম্যাচের ৮৭ মিনিটে আবারও গোল করে আল নাসরকে পরাজয়ের পেরেক মারেন পিয়েরে এমেরিক অবামেয়াং।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ঢামাক এফসির বিপক্ষে মাঠে নামবে স্টেফানি পিওলির শিষ্যরা।
আরটিভি/এসকে