বিশ্বরেকর্ড গড়লেন লাসিথ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯ , ০২:২৭ পিএম


malinga
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন লাসিথ মালিঙ্গার। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২টি উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়লের শ্রীলঙ্কার এই পেস কিংবদন্তি।  

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন। ক্যারিয়ারে ৯৯ ম্যাচ খেলে ৯৮টি উইকেট ছিল এই স্পিনিং অলরাউন্ডারের ঝুলিতে। যা ছাপিয়ে গেলেন মালিঙ্গা। 

কিউইদের বিপক্ষে দুটি উইকেট তুলে নেয়ার পর ৭৪ ম্যাচ খেলে লঙ্কান তারকার ঝুলিতে এখন ৯৯ উইকেট। এদিন কলিন মুনরো ও কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট তুলে নেন মালিঙ্গা।

বিজ্ঞাপন

যদিও রেকর্ডও গড়েও দলকে জেতাতে ব্যর্থ হন মালিঙ্গা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে তিন বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় ব্ল্যাকক্যাপসরা। এতে ৩ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা 

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৭৪ ম্যাচে ৯৯ উইকেট 

বিজ্ঞাপন

শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৯৯ ম্যাচে ৯৮ উইকেট 

সাকিব আল হাসান (বাংলাদেশ) ৭২ ম্যাচে ৮৮ উইকেট 

উমর গুল (পাকিস্তান) ৬০ ম্যাচ ৮৫ উইকেট 

সাঈদ আজমল (পাকিস্তান) ৬৪ ম্যাচ ৮৫ উইকেট 

রাশিদ খান (আফগানিস্তান) ৩৮ ম্যাচ ৭৫ উইকেট

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission