• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিপিএল হবে না এ বছর: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩
বিপিএল হবে না এ বছর!
আ হ ম মুস্তফা কামাল

এক বছরে দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবার কথা রয়েছে। দিন, তারিখও চূড়ান্ত করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। কিন্তু এ বছর নাকি আর বিপিএল হবে না ! এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এক বছরে দুইবার বিপিএল আয়োজন ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

'বিপিএল আমার তৈরি। বিপিএলের বাইলজ অনুযায়ী এক বছরে দুবার বিপিএল অসম্ভব। সে হিসেবে এবছর বিপিএল হওয়ার কোন সুযোগ নেই।'

বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। তাই সময় মেলাতে সপ্তম আসরটি চলতি বছরেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে অনুযায়ী এ বছরের ৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবার কথা সপ্তম বিপিএলের।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়