বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনে আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ‘কেমন হলো বিপিএল-২০২৩’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের (বিএসএলএলএফ) উপদেষ্টা পর্ষদ চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএলএলএফ উপদেষ্টা পর্ষদ কো-চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া পরামর্শক ডা. অনুপম হোসেন, খোদা বকস্ মৃধা ফাউন্ডেশনের সহসভাপতি পলাশ খান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।
শনিবারের (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক নাসরিন সুমি।
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল হাসান বলেন, আমি সমালোচনা খুব পছন্দ করি, তবে তা হবে বস্তুনিষ্ট। ১৪টি দেশে এবারের বিপিএল সরাসরি সম্প্রচার হয়েছে, কিছু কিছু গণমাধ্যম ঢালাওভাবে কিছু ভুলভাল তথ্য প্রচার হয়েছে, যা কাম্য নয়।
সভাপতির বক্তব্যে আলফাজউদ্দিন বলেন, ইংরেজি ধারাভাষ্যের পাশাপাশি বাংলা ধারাভাষ্যেও গুরুত্ব দিতে হবে। বিপিএল ব্র্যান্ডিংয়ে খুব পিছিয়ে, সেটির জন্য নতুন নতুন উদ্ভাবনী চিন্তাশক্তি কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অনুপম হোসেন বলেন, ক্রীড়াঙ্গন বাঁচাতে হলে সত্যিকারে ক্রীড়াপ্রেমিকে কাজ করার সুযোগ দিতে হবে। বিভিন্ন ক্রীড়া সংস্থায় রাজনৈতিক বিবেচনায় এমন কিছু লোক বসে আছেন যে, তাকে অন্য কোথাও যখন কাজে লাগাতে পারছে না তখন ক্রীড়াঙ্গনের কোনো একটি পদে বসিয়ে দিয়েছেন। তারপর যা হবার তাই হচ্ছে।
মূল প্রবন্ধ উপস্থাপনে সামসুল ইসলাম বলেন, অনলাইনে টিকেট বিক্রয় ব্যবস্থা চালু করতে না পারা, স্টেডিয়ামগুলোতে দর্শকদের জন্য অপ্রতুল সুযোগ-সুবিধা, দীর্ঘমেয়াদী ফ্রাঞ্চাইজি এবং তাদেরকে পূর্ণাঙ্গ পেশাদারি কাঠমোর মধ্যে আনতে না পারা বিপিএলের জনপ্রিয়তা হারানোর অন্যতম কারণ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ভাষ্যকার ও বিশ্লেষক আমানুল্লাহ সরকার, শেখ রুহুল আমিন, বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদ সদস্য রিয়াজ মাহমুদ মিঠু, আবিদ সুলতানা, গোলাম মোস্তফা, খান ই ইমরান, আলী ইমাম আল আবির প্রমুখ।