বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসব্যাপি নবম আসরের পর্দা নেমেছে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইাকার্স ৭ উইকেটে হেরে যায় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে।
চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা পেয়েছে দুই কোটি টাকা। এদিকে, ফাইনালে হেরে সিলেট এক কোটি টাকা পেয়েছে।
টসে হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৭৪ ও নাজমুল হাসান শান্তর ৬৪ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট।
রানের লক্ষ্যে তাড়া করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকটে জয় পায় কুমিল্লা। শিরোপা জয়ে জনসন চার্লসের ৭৯ রান ও লিটন কুমার দাসের ৫৫ রান অবদান রেখেছে।