সাকিবের নাম না থাকায় অবাক হয়েছেন তিওয়ারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ৩০ মে ২০২০ , ০৩:২৪ পিএম


Tiwari was surprised that Shakib did not have a name
ছবি সংগৃহীত

সাকিব আল হাসান আর মনোজ তিওয়ারি, দুজনই ছিলেন নাইট রাইডার্সের বাঙালী খেলোয়াড়। একজন এপার আর আরেকজন ওপার বাংলার। তাই দুজনের মধ্যে সখ্যতাও জমে ওঠে বেশ।

বিজ্ঞাপন

মাঠে, মাঠের বাইরে তাদের একসঙ্গেই দেখা যেত প্রায় সময়। কলকাতা নাইট রাইডার্সকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পেছনে তাদের ভূমিকাও ছিল অনেক।

২০১২ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে দুই বাঙালি ক্রিকেটার সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারি কলকাতার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

বিজ্ঞাপন

সম্প্রতি তাদের প্রথম শিরোপা জয়ের স্মৃতিচারণ করেছে ফ্রঞ্চাইজিটি। সেখানে তারা জয়ে অবদান রাখায় মনবিন্দর বিসলা, সুনিল নারাইন, ব্রেন্ডন ম্যাককালাম এবং ব্রেট লির কথা উল্লেখ করলেও সেখানে নেই সাকিব এবং তিওয়ারির নাম।

এই ব্যাপারটি বেশ হতাশ করেছে তিওয়ারিকে। সাকিবের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিওয়ারির ঘটনাটিকে রীতিমতো অপমান বলে আখ্যায়িত করেছেন।

'আমার সঙ্গে আরও অনেকের অনেক স্মৃতি ও আবেগ আছে এবং এই স্মৃতিগুলো সারাজীবন থাকবে। কিন্তু আপনাদের টুইটে তো আমার ও সাকিবের নাম নেই। দুজনের কথা আপনারা ভুলে গেছেন। আমাদের নাম উচ্চারণ না করায় অপমানবোধ করছি।'

বিজ্ঞাপন

৮ বছর আগের সেই ফাইনালে প্রথম ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯০ করেছিল চেন্নাই। সাকিব সেখানে ৩ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

ম্যাচ যখন শেষে জমে উঠেছিল তখন তিওয়ারি (৯*) ও সাকিবের (১১*) ব্যাটে চড়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স।

এমআর/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission