কলকাতাকে হারিয়ে পন্টিং বললেন, আর এমন ম্যাচ চাই না

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৭:৫২ পিএম


রিকি পন্টিং
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলের মঙ্গলবার(১৫ এপ্রিল) ম্যাচে কলকাতা ও পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হয়। এই ম্যাচে আগে ব্যাট করে কলকাতার বোলারদের তান্ডবে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। এর পরেও এই ম্যাচ জিতে নেয় পিতির দল।

বিজ্ঞাপন

ম্যাচে জয় পেলেও এমন ভাবে ম্যাচ জিততে রাজি নন রিকি পন্টিং। পাঞ্জাবের কোচ মনে করিয়ে দেন তার বয়স হয়েছে। মজা করে জানালেন, এই ভাবে ম্যাচ জিতলে তার হৃদযন্ত্রে সমস্যা হবে।

এদিন পাঞ্জাব আগে ব্যাট করে ১১১ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৫ রানে। যুজবেন্দ্র চাহাল এবং মার্কো জানসেন মিলে কলকাতার ইনিংস একেবারেই শেষ করে দেন। যার ফল স্বরূপ কম রান করেও ম্যাচ জিতে নিল পাঞ্জাব।  

বিজ্ঞাপন

এই জয়ের পর কোচ পন্টিং বলেন, “আমার হৃদ স্পন্দন এখনও বেড়ে রয়েছে। ৫০ বছর বয়স হয়ে গিয়েছে। এমন ম্যাচ আর চাই না। ১১২ রানের লক্ষ্য দিয়েও ১৬ রানে জয়! ইনিংসের মাঝে আমরা সত্যি বলেছিলাম যে, অল্প রান তাড়া করার কাজটা কখনও কখনও কঠিন হয়ে যেতে পারে।”

সেই সাথে ম্যাচ শেষে পিচের প্রশংসাও করেছেন পন্টিং। মুল্লানপুর পাঞ্জাবের ঘরের মাঠ।পিচ নিয়ে পন্টিং বলেন, “পিচ সহজ নয়। পুরো ম্যাচেই বল ব্যাটে থমকে আসছিল। চাহাল দুর্দান্ত বল করেছে। গত ম্যাচে ও কাঁধে চোট পেয়েছিল। এই ম্যাচের আগে ওর চোটের পরীক্ষাও করানো হয়। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছিলাম, খেলতে পারবে কি না। ও জানিয়েছিল, ১০০ শতাংশ ফিট।”

আরও পড়ুন

পন্টিং আরও বলেন, ম্যাচটি হেরে গেলেও খুব বেশি দুঃখ হত না তার। তিনি বলেন, “ম্যাচ হারলেও আমি ছেলেদের নিয়ে গর্বিত হতাম। দ্বিতীয় ইনিংসে আমরা যে ভাবে খেলেছি, সেটার জন্য দলকে কৃতিত্ব দিতেই হবে। খুব খারাপ ব্যাটিং করেছি আমরা। শট নির্বাচনে অনেক ভুল ছিল। বোলিংয়ে আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল। সেটা এই ম্যাচে ফিরে এসেছে।”

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission