আইপিএলে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এই দুই দলেরই অবস্থা খুব খারাপ। এবারের আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে চেন্নাই। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে। এই পরিস্থিতিতে দুই দলই আজকের ম্যাচে জয় পেতে মরিয়া।
আজকের ম্যাচ দিয়ে আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। ২০২৩ সালের আইপিএলে শেষবার অধিনায়কত্ব করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। এরপরই অনেকে ভেবেছিলেন হয়ত এবার অবসর নিয়ে ফেলবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু সবাইকে অবাক করে দুবছর খেলা চালিয়ে যান তিনি, অপ্রত্যাশিতভাবেই আইপিএলে পরের দুই বছর সিএসকের পারফরমেন্স ভালো হয়নি।
ইনজুরির কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন রুতুরাজ গায়কোয়াড়। এই অবস্থায় অধিনায়কের ব্যাটন মাহির হাতে ওঠায় সিএসকে ভক্তরা আশায় রয়েছে এবার হয়ত তাদের দল ঘুরে দাঁড়াবে আইপিএলে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) চেন্নাই সুপার কিংস অনুশিলন করছিলো, ঠিক তখনই তাদের অনুশীলনে গিয়ে হাজির হন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডিজে ব্র্যাভো। যার ঝুলিতে থেকে রয়েছে আইপিএল ট্রফি থেকে শুরু করে টি২০ বিশ্বকাপের শিরোপা। অথচ ব্র্যাভোকে দেখেই মহেন্দ্র সিং ধোনি বলে উঠলেন বিশ্বাসঘাতক!
চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন ব্র্যাভো। সেই সময় ধোনির অধিনায়কত্বে বহু ম্যাচে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। সিএসকের হয়েও ট্রফি জয় করেছেন। যার কারণে ব্র্যাভোকে চেন্নাইয়ের কিংদন্তি বলা হয়। আর সেই তিনিই এবার পরেছেন চাপের মুখে। একদিকে তার প্রিয় দল ও প্রিয় অধিনায়ক, অন্যদিকে নিজের বর্তমান দল নাইট রাইডার্স।
চিপকে পৌঁছে ডিজে ব্র্যাভো গিয়েছিলেন সিএসকের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে। তাকে দেখেই অনুশীলনে ব্যস্ত থাকা ধোনি মজা করে বলেন ওঠেন, দ্য ট্রেইটর ইজ হিয়ার(অর্থাৎ বিশ্বাসঘাতক এসেছে)। এটা শুনে হাসতে হাসতে রবীন্দ্র জাদেজার সঙ্গে দেখা করেন ব্র্যাভো। এরপর ধোনির কাছে এগিয়ে গিয়ে ব্র্যাভো বলেন, তিনি ভাবতেই পারেননি যে ধোনি অনুশীলন করতে আসবেন। তিনি ভেবেছিলেন হয়ত হোটেলে গিয়ে ধোনির সঙ্গে দেখা করবেন।
এরপর মাহি বলেন, ব্র্যাভো যে অপশনাল প্র্যাকটিসেও এসেছেন, সেটা দেখে তিনি নিজেও অবাক। এভাবেই খুনসুটি চলে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলজয়ী এই দুই তারকার।
আরটিভি/ এসকে