ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ওপেনএআই কর্মীদের দলে ভেড়াতে মেটার ১০০ মিলিয়ন ডলার অফার! 

আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১২:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এ প্রতিযোগিতায় শীর্ষ প্রকৌশলী ও গবেষকদের দলে নিতে প্রযুক্তি জায়ান্টরা আগ্রাসী কৌশল নিচ্ছে। এরই মধ্যে আলোচনায় এসেছে মেটার (ফেসবুকের মূল কোম্পানি) এক বিস্ময়কর প্রস্তাব। 

বিজ্ঞাপন

ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান দাবি করেছেন, মেটা তার প্রতিষ্ঠানের অনেক কর্মীকে নিজেদের দলে নিতে ১০০ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস অফার করেছে। 

অল্টম্যান ‘আনক্যাপড’ নামক এক পডকাস্টে বলেন, মেটা আমাদের অনেককে বিশাল অঙ্কের অফার দিচ্ছে। কেউ কেউ তাদের বার্ষিক আয়ের চেয়েও বেশি শুধু সাইনিং বোনাস পাচ্ছে। তবে অল্টম্যান জানিয়েছেন, সেরা কর্মীরা এখনো মেটার প্রস্তাবে সাড়া দেননি।

বিজ্ঞাপন

মেটা এই পদক্ষেপ নিয়েছে এমন সময়, যখন তারা স্কেল এআইতে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং এর প্রধানকে নতুন সুপার ইন্টেলিজেন্স ইউনিটের দায়িত্ব দিয়েছে। 

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, এআই খাতে এখন দক্ষ প্রতিভা দখলের লড়াই শুরু হয়েছে। যা অনেকটা তারকা ক্রীড়াবিদ দলে নেওয়ার মতো। যদিও মেটা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |