• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
হাওসটনে সাকিব-শান্তদের অনুশীলন
মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ চেন্নাই অধিনায়কের
চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ তিন ম্যাচের দুটিতে হারের তিতো স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই। এদিকে বিশ্বকাপ সূচির বেড়াজালে এই ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অভাব ভালোভাবেই টের পেয়েছে দলটি। ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়েছে। বর্তমানে লাল-সবুজের সতীর্থদের সঙ্গে বৈশ্বিক এই টুর্নামেন্টের ভেন্যুতে অবস্থান করছেন ফিজ। অন্যদিকে চোটের কারণে দেশে ফিরেছেন শ্রীলঙ্কান পেসার পাথিরানাও। তাই সব মিলিয়ে ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে চলতি আইপিএল থেকে বিদায়ের পর মোস্তাফিজকে মিস করার কথা জানান দলটির অধিনায়ক রুতুরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজের ভাষ্য, ‘এটা ভালো উইকেট ছিল। স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল। লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম। এই মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ নিয়ে খুশি।’ তিনি যোগ করেন, ‘চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। পাথিরানা চোটে ছিল, আমরা ফিজকেও (মুস্তাফিজ) মিস করেছি। যখন আপনার চোট-সমস্যা থাকবে, তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। আমরা প্লে-অফে যেতে পারিনি; তবে এসব হতেই পারে। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষেই জেতাটাই আসল পুরস্কার। আমরা তা করতে পারিনি, ফলে আমি কিছুটা হতাশও হয়েছি।’
‘ফিজ’ নামটা কীভাবে এলো, নিজেই জানালেন মোস্তাফিজ
জাদুর ছোঁয়ায় বিশ্বকাপ জার্সি উন্মোচন আফগানিস্তানের
অঙ্ক মেলাতে পারলো না চেন্নাই, দাপুটে প্রত্যাবর্তনে প্লে-অফে বেঙ্গালুরু
প্রথমবার কিংস অ্যারেনায় গিয়ে যা বললেন পাপন
বেঙ্গালুরুর পুঁজি ২১৮ / প্লে-অফে উঠতে চেন্নাইয়ের প্রয়োজন ২০১ রান
প্লে-অফের ওঠার কঠিন লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমীকরণ মেলানোর ম্যাচে আগে ব্যাট করে চেন্নাইকে ২১৯ রানের লক্ষ্য দিয়েছে কোহলিরা।  তবে যদি চেন্নাই ২০১ রান করলেই কপাল পুড়বে বেঙ্গালুরুর। কারণ, প্লে-অফে উঠতে হলে চেন্নাইকে ন্যূনতম ১৮ রানের ব্যবধানে হারাতে হবে বেঙ্গালুরুকে। শনিবার (১৮ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান। তবে তিন রানের জন্য ফিফটি পাননি কোহলি। ২৯ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন এই ভারতীয় ব্যাটার। কিন্তু অপর প্রান্ত থেকে ৩৫ বলে ফিফটি তুলে নেন ডু প্লেসিস। ৩৯ বলে ৫৪ রান করে আউট হন এই প্রোটিয়া ব্যাটারও। ক্যামরুন গ্রিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রজত পাতিদার। ২৩ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই তরুণ ব্যাটার। এরপর ৫ বলে ১৪ রান করে আউট হন দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের ৫ বলে ১৬ রান এবং ক্যামরুন গ্রিনের ১৭ বলের হার না মানা ৩৮ রানের ইনিংসে ভর করে ২১৮ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু। চেন্নাইয়ের হয়ে দুই উইকেট শিকার করেন  শার্দুল ঠাকুর। এ ছাড়া তুষার দেশপান্ডে এবং মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।
টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে যা জানালো বিসিবি
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণার পর্ব শেষ করেছে দলগুলো। স্কোয়াডের পরই দলগুলোর বড় চমক থাকে জার্সিতে। পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো দলগুলো চমক দিয়ে জার্সি উন্মোচন করেছে। তবে এখনও প্রকাশ করা হয়নি টাইগারদের বিশ্বকাপ জার্সি। যে জার্সিটি পরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে টাইগাররা, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে দর্শকদের। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে অবশেষে মুখ খুলেছে বিসিবি। শনিবার (১৮ মে) মিরপুরে জার্সি উন্মোচন নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল।  তিনি বলেন, আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তাই তারা দিয়েছে। আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। সেজন্য আমরা ওয়েট করছিলাম। আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন। তিনি আরও বলেন, আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। আমরা প্ল্যানটা করেছিলাম এইভাবে যে, যেহেতু আমাদের অনেক খেলা ছিল। আপনারা জানেন, জিম্বাবুয়ে সিরিজ চলছিল। জার্সিত কিছু শুভেচ্ছা বাণী থাকবে, যেটা আমি এখনি বলতে পারছি না। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে।  ১০ জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।
বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের নতুন নতুন উপাধি দিলেন হাথুরুসিংহে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রিজার্ভসহ মোট ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); যা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা হয়েছে। তবে দেশ ছাড়ার আগে শিষ্যদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে গেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ছাড়াও ক্রিকেটারদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন উপাধি দিয়েছেন তিনি। শনিবার (১৮ মে) নিজেদের ফেরিভায়েড ফেসবুক পেইজে সেই ভিডিও প্রকাশ করেছে বিসিবি। যেখানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে কথা বলতে দেখা গেছে টাইগার হেড কোচকে।  প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত। তাকে নিয়ে হাথুরুসিংহে বলেন, শান্ত আমাদের অধিনায়ক। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ছেলেদের সঙ্গে ড্রেসিংরুমে মিশতে পারে ভালো, আবার মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে যায়।  ‘আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সে যে প্রস্তুত এই ব্যাপারে আমি নিশ্চিত।’ তাসকিন আহমেদ এবার বিশ্বকাপে যাচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে। দলের তারকা পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরু, ‘তাসকিন মানুষ হিসেবে বেশ আবেগী। সে যদি ভালো মুডে থাকে, আমরা তার কাছ থেকে সেরাটা পাই। সতীর্থ ও কোচিং স্টাফের কাছে তার জনপ্রিয়তা অনেক। সব সময় দলের জন্য সেরাটা দেওয়া ও উন্নতির চেষ্টা করে। দলের মধ্যে তাসকিন দারুণ চরিত্র।’ টানা ব্যর্থতার পরও লিটন দাসকে দলে নেওয়ায় অনেক সমালোচনার শিকার হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে লিটনের ওপর ভারসা রাখছেন হাথুরু। তিনি বলেন, লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। ব্যাটিংয়ে এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে উইকেটকিপিং করতে পারে, অন্যতম সেরা ফিল্ডারও।  ‘যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সার্কেলের ভেতরে বা বাইরে, যেকোনো জায়গায় থাকে। মাঠের বাইরে খুবই শান্ত। খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সাহায্য করে।’ এবার বিশ্বকাপে খেলতে নেমেই নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। রেকর্ড নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিও সাকিব। তাই সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার কোচ। হাথুরু বলেন, সে খেলাটার কিংবদন্তি। আমরা সবাই জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আমি আশা করি এই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার সবচেয়ে সেরা আসর হবে। তিন বিভাগেই অবদান রাখবে। ভালো নেতা দলের সঙ্গে থাকে। খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো মিশতে পারে, তাকে সবাই সম্মান করে। খেলাটাকে খুব ভালো বুঝে।  অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টাইগার কোচ বলেন, মাহমুদউল্লাহ সম্ভবত দলের স্পিরিট। সে দলের মধ্যে শান্ত একটা ভাব নিয়ে আসে। সে যখন কথা বলে, সবাই সেটা শুনে। আমার মনে হয় সে এখন খুব ভালো অবস্থায় আছে মানসিকভাবেও।  ‘তার ব্যাটিং সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় পৌঁছেছে। তার খেলায় ভয়হীন ব্যাপার আছে। সে দলের জন্য ভালো। চাপের পরিস্থিতি সামলে নিয়ে তরুণদের পরামর্শ দেবে বিশ্বকাপে।’ তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে হাথুরু মন্তব্য, আমি তামিমকে নিয়ে খুবই রোমাঞ্চিত। ব্যাটার হিসেবে তার সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে পড়ে আছে বলে মনে হয়। শট খেলায় সময় পায় বেশি। যখন খেলে মনে হয় তার হাতে বাকিদের চেয়ে বেশি সময় আছে। দুর্দান্ত ফিল্ডারও তামিম। সৌম্য সরকারে প্রতিভা নিয়ে কোচ বলেন, সে প্রতিভার সহজাত। সেরা সময়ে কী করতে পারে তা আমরা জানি। তিন সংস্করণেই অবদান রাখতে পারে। যখন সেরা জায়গায় থাকে, সে ম্যাচ উইনার। আশা করছি সে বিশ্বকাপে আমাদের কয়েকটা ম্যাচ জেতাবে। আরেক তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে রোমাঞ্চকর খেলোয়াড় উপাধি দিয়েছেন হাথুরু, তরুণ একজন রোমাঞ্চকর খেলোয়াড়। নিজের মতো করে খেলতে পছন্দ করে। এমনিতে সাধারণ খেলোয়াড়দের চেয়ে সে আলাদা। খুবই প্রতিভাবান, খুবই গতিময়। তার সবকিছুই দ্রুত চলে। ফিল্ডিং, কথা বলা, হাঁটা সবকিছুতেই গতি বেশি। দুর্দান্ত টি-টোয়েন্টি খেলোয়াড়। সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে ভার্সেটাইল খেলোয়াড় উপাধি দিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, জাতীয় দলে জাকের নতুন। আমি এখন পর্যন্ত যা দেখছি তার ব্যাটিংয়ে সময় শান্ত একটা ভাব থাকে।  ‘চাপের সময়ে সে নিজের উপর বিশ্বাস রাখতে পারে। ভার্সেটাইল প্লেয়ার। কিপিং করতে পারে, ফিল্ডিং করতে পারে। অনুশীলনের সময় অনেক পরিশ্রম করে। আমার মনে হয় সে এই বিশ্বকাপে চমক হতে পারে।’ আইপিএল খেলে ফেরা মোস্তাফিজুর রহমানকে নিয়ে হাথুরু বড় স্বপ্ন দেখছেন। বাঁহাতি পেসারকে নিয়ে হাথুরু বলেন, তাকে নিয়ে আমি কী বলব? ফিজ হচ্ছে বিশেষ ধরনের পেসার, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল বিশ্ব ক্রিকেটেই। সে তার কব্জি দিয়ে অনেক কিছু করতে পারে, যেটা খুব কম লোকই পারে।  ‘অভিজ্ঞতা আছে, আইপিএল খেলেছে। দলের মিটিংয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে। সে খুব মজার। সে যা বলে আমি অনেক কিছুই বুঝি না। কিন্তু দেখে মনে হয় সবাই খুব উপভোগ করে। সে যখন কিছু বলে, সবাই হাসে।’ শরিফুলকে নিয়ে হাথুরু বলেন,  সে ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা, বাঁহাতি পেসার। খুব গতিতে বল করতে পারে। দারুণ প্রতিভাবান। দলের মধ্যে আগ্রাসী একজন। সে একটা জিনিসই জানে উইকেট নিতে হবে। সে খুবই টাস্ক ওরিয়েন্টেড। সে গোল্ডফিশের মতো, দ্রুত ভুলে যায় কী হয়েছে। সে সব সময় আত্মবিশ্বাসী। দারুণ ফিল্ডার। আমার মনে হয় সে ব্যাটিংয়েও অবদান রাখতে পারে। আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে হাথুরু বলেন, আমার মনে হয় তার সংকল্প হচ্ছে আসল ব্যাপার। খুবই দৃঢ়চেতা মানুষ। চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। নিজের দক্ষতাকে বাড়াতে চায়। দলকে সাহায্য করে। যখন খেলে না তখনো ভালো সতীর্থ। আপনি বলতে পারেন তার বড় হৃদয় আছে।  অন্যদিকে মিরাজকে সরিয়ে দলের জায়গা করে নেওয়া শেখ মাহেদীকে নিয়ে বেশ আশাবাদী হাথুরু, শেখ মাহেদী আরও একজন ভার্সেটাইল খেলোয়াড়। তার মূল দক্ষতা বোলিং, নতুন বলে সেও বল করতে পারে। চাপের সময়ে সে খুব চালাকি করতে পারে।  ‘আমার মনে হয় সে দলের মধ্যে ‘জোকসের’ কেন্দ্রবিন্দুতে থাকে। তাকে নিয়ে সবাই মজা করে ড্রেসিংরুমে। সে নিজের সবকিছু দেয় যখন খেলতে নামে।’ দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। যার ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য রয়েছে। তার ফিল্ডিং দক্ষতাকেও দলের জন্য বাড়তি পাওনা বলে মনে করেন এই লঙ্কান হেড মাস্টার। হাথুরুর মতে, রিশাদ খেলোয়াড় হিসেবে কীভাবে উন্নতি করছে সেটা দেখার জন্য আমি খুব রোমাঞ্চিত। যখন আমরা তাকে প্রথম দেখি, বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার খুবই কম।  ‘সে ক্ল্যাসিক্ল্যাল লেগ স্পিনার নয় পুরো দুনিয়াতে যেমন দেখা যায়। কিন্তু সে খুবই লম্বা, ভালো অ্যাথলেট। দুর্দান্ত ফিল্ডার, দলের অন্যতম সেরা ফিল্ডার। দ্রুত শিখতে পারে। জানি না তার মাথার ভেতর কী কাজ করে, কিন্তু চাপের সময়ে তাকে নির্ভার লাগে। সে ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিচ্ছে। আমি চাইবে, সে ব্যাটিংয়ে ধারাবাহিক হবে।’
কঠিন সমীকরণের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চলতি আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ফেলেছে তিন দল। যেখানে রয়েছে কলকাতা, রাজস্থান ও হায়দ্রাবাদ। তবে বাকি এক দল চূড়ান্ত হবে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যেকার লড়াই দিয়ে। প্লে-অফ উঠতে দুই দলই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। শনিবার (১৮ মে) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই।  ফলে বেঙ্গালুরু যদি চেন্নাইকে ২০০ রানের লক্ষ্য দেয়, তাহলে ১৮৩ রান করতে পারলেই প্লে-অফ নিশ্চিত হবে ধোনিদের। অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারলেও প্লে-অফে যাবে গায়কোয়াড়ের দল। চেন্নাই একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মাহেশ থিকশানা, সিমারপ্রীত সিং। বেঙ্গালুরুর একাদশ : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন-ম্যাক্সওয়েল, রজত পাতিদার, কারান শর্মা, মাহিপাল লোমরোর, ক্যামরুন গ্রিন, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যশ দয়াল, ও লকি ফার্গুসন।
‘আমরা বিশ্বকাপ জেতার খুবই কাছে আছি’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ জিততে পারেনি পাকিস্তান। কয়েক দিন আগে দুর্বল আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছে দ্য গ্রিন ম্যানরা। তবুও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী শাহিন শাহ আফ্রিদি। সবশেষ আসরে ফাইনালে উঠেও শিরোপা ঘরে তোলা হয়নি পাকিস্তানের। তবে এবারের আসরে শিরোপা নিয়েই দেশে ফিরতে চান এই পাকিস্তানি পেসার। উদাহরণ দেন কঠিন পরিশ্রম এবং তার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের। পিসিবির পডকাস্টে শাহিন শাহ আফ্রিদি বলেন, আপনি কঠোর পরিশ্রম করে ফল পাবেন না, এটা সম্ভব না। যেমন পিএসএলে লাহোর কালান্দার্স ছয় বছর পরিশ্রম করেছে। আগের বছরগুলোতে নিচের দিকে শেষ করলেও খেলোয়াড়দের উন্নতির ধারাবাহিক প্রক্রিয়ার সুফল পেয়ে তারা টানা চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানও সেরকম অবস্থায় আছে। আমরা বিশ্বকাপ জেতার খুবই কাছে আছি। ২০২১ সালে সেমিফাইনালে ম্যাথু ওয়েডের বিধ্বংসী ব্যাটিং এবং পরের বছর ফাইনালে শাহিনের চোটের কারণে নির্ধারিত ওভার শেষ করতে না পারায়  শিরোপা থেকে ছিটকে যায় পাকিস্তান।  এ নিয়ে শাহিন বলেন, এটা হতাশাজনক যদি আপনি খুব কাছে গিয়েও জিততে না পারেন। দুইটা ইভেন্টই বেদনাদায়ক ছিল। প্রথমবার আমরা কষ্ট পেয়েছিলাম, দ্বিতীয়বার আমি মাঠে আসতে চাইলেও চোটের কারণে পারিনি। মাঝে শাহিনকে সরিয়ে আবারও বাবরকে নেতৃত্ব দিয়েছে পিসিবি। ফিরেছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরা। নেতৃত্ব হারানোর পর নানান গুঞ্জন থাকলেও শাহীন জানিয়েছেন দলীয় ঐক্য অটুট আছে দলের। তিনি বলেন, ঐক্য বজায় রেখে খেলাটা আমাদের লক্ষ্য। এই সময়টাও বিরোধ কিংবা তর্ক করার নয়। এখন সবার একই রাস্তায় চলার সময়।
হাফিজের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট
আর মাত্র দুই সপ্তাহ পর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে কোন চার দল সেমিফাইনাল খেলবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী দিতে শুরু করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। সেই তালিকায় এবার যোগ দিয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। হাফিজের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে সেমিফাইনালে রাখলেও দলের দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। হাফিজ বলেন, দেখুন একজন পাকিস্তানি হিসেবে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আমার মন সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে, আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে বেশ সংগ্রাম করবে। বাবর-আমিরদের দুর্বলতা নিয়ে এই সাবেক ক্রিকেটার বলেন, বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের। কারণ, দলে কার ভূমিকা কি সেটাও নির্ধারিত নয়, যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই। ‘এ ছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ফল, মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, পাকিস্তান তাদের পুরো শক্তি নিয়ে খেলেছে। দুর্ভাগ্যবশত সমর্থক হিসেবে আমরা যে ফল প্রত্যাশা করেছি, সেটি আসেনি।’ বাবরদের পিছিয়ে থাকার যুক্তি দেখালেও ঠিকই তারা সেমিফাইনালে খেলবেন বলে ভবিষ্যদ্বাণী দেন হাফিজ। এ ছাড়া তার দৃষ্টিতে সেমিতে খেলতে যাওয়া বাকি তিন দল হচ্ছে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।  তিনি বলেন, আমি একই কথা আবারও বলব, আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে (সেমিফাইনালের জন্য) রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে। স্বাগতিক ক্যারিবীয়রাও ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড।’
ঝড়ে লন্ডভন্ড টাইগারদের ম্যাচের ভেন্যু, সিরিজ নিয়ে শঙ্কা
বিশ্বকাপ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। সিরিজ শেষে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তবে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো যে ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা, হাউস্টনের সেই প্রেইরি ভিউ স্টেডিয়াম প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত হয়েছে পুরো স্টেডিয়াম।  গতকাল (শুক্রবার) হাউস্টন এলাকায় প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। যাতে ৭জন মানুষ নিহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পুরো হাউস্টন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ৯ লাখ মানুষ অন্ধকারে রাত অতিবাহিত করেছে। সেই সঙ্গে প্রেইরি ভিউ স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী সব স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী।  এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। এদিকে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র তিনদিন বাকি। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র সংবাদদাতা পিটার ডেলা পেনা লিখেছেন, এই সময়ের মধ্যে মাঠকে খেলার উপযোগী হিসেবে পূনরায় প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে।  যার ফলে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন প্রেইরি ভিউ স্টেডিয়াম থেকে কাছাকাছি একটি ইনডোর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দ্রুত মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত সব স্থাপনা এবং খেলার সুবিধা সম্বলিত সবকিছু ঠিক-ঠাক করার ব্যবস্থা নিচ্ছেন।