ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নাটোরে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:৩২ পিএম


নাটোরে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

নাটোরে আরমান হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। রায়ে অপর তিনজনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল আলিম ও সুমন আলী।

নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম বাবুলের ছেলে আরমান আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

এরপর থেকে সে নিখোঁজ ছিল। একদিন পর তার মরদেহ একই উপজেলার রামনগর এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |