ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

যশোরে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৬:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শিশু জয়নাবকে (১৩) ধর্ষণ ও হত্যা মামলায় প্রেমিক মুজিবুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি আব্দুল লতিফ লতা।

সাজাপ্রাপ্ত মুজিবুল ইসলাম যশোর সদর উপজেলার চাঁনপাড়ার নাইম মসজিদ এলাকার মোশারফ হোসাইনের ছেলে। 

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিহত জয়নাবের দুলাভাই চাঁনপাড়া নাঈম মসজিদে ইমামতি করতেন। দুলাভাইয়ের বাসায় যাতায়াতের সুবাদে জয়নাবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি মুজিবুল ইসলাম। ২০১৯ সালের ৩ নভেম্বর জয়নাব তার গ্রামের বাড়ি নড়াইল মির্জাপুর থেকে নিখোঁজ হয়। এ সংবাদ জানতে পেরে জয়নাবের দুলাভাই সংবাদ নিয়ে জানতে পারেন সে মাদরাসা ও বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজি করে জয়নাবকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনরা।

৪ নভেম্বর দুপুরে পুলিশ বাঘারপাড়ার ভাংগুড়া মাঠের একটি ঘের থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জয়নাবের বাবা জিয়াউর শেখ বাদী হয়ে মুজিবুল ইসলামকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে আসামি মুজিবুলকে অভিযুক্ত করে শিশু জয়নাবকে ফুসলিয়ে এনে ধর্ষণ ও হত্যা করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০২০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন।

আদালতের বিশেষ পিপি আব্দুল লতিফ লতা বলেন, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুজিবুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |