ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৫:৪৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের করে সশ্রম কারাদণ্ডর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় দেন। 

সাজা পাওয়া আসামিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

এদিকে একই মামলার খালাস পাওয়া অপর দুই আসামিরা হলেন, গোদাগাড়ী উপজেলার মানিকচর গ্রামের শরিফুল ইসলাম (৪৬) ও একই উপজেলার ফাজিলপুর গ্রামের আনারুল ইসলাম (৪৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না।

বিকেলে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান বিশ্বাস। তিনি বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ সাজা দেন। দুজনকে খালাস দেন। 

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুলাই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপপরিদর্শক আবদুল কাদের গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালায়। এ সময় গোপন সংবাদে জানতে পান  একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে চাপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বিনিময় পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় কয়েকটি ট্রাক আটকে তল্লাশি করা হয়। এরমধ্যে একটি ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো ৫৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের মালিক সোহেল রানা (৩৯), ট্রাক চালক আবুল কালাম আজাদ (৩৭) ও চালকের সরকারি আসাদুল ইসলামসহ (৩২) তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ওই উপপরিদর্শক বাদী হয়ে আটককৃত তিনজন সহ মোট পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে  মামলা করেন।

বিজ্ঞাপন

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আবুয়ালা সিদ্দিকুল ইসলাম। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |