• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বইমেলায় নায়িকা সিবার ‘আত্মা’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৩, ২৩:১৬
বইমেলায় নায়িকা সিবার ‘আত্মা’

নতুন পরিচয়ে পথচলা শুরু করছেন চিত্রনায়িকা সিবা আলী খান। একুশে বই মেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। সাতটি ভৌতিক ঘারানার গল্পে সাজানো হয়েছে নায়িকার প্রথম বই ‘আত্মা’।

এ প্রসঙ্গে সিবা বলেন, ‘এতদিন বইমেলা থেকে পাঠক হিসেবে বই কিনেছি। এবার বইমেলায় নিজের লেখা বই প্রকাশ হবে— এটা ভাবতেই বেশ ভালো লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

বইটি প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিজ্যুয়াল ফিল পাবেন। তারা ক্লাইমেক্সের জন্য উদগ্রীব থাকবেন। পাঠকরা নিরাশ হবেন না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি।’

তিনি যোগ করেন, ‘ছোটবেলা থেকেই আমি অনেক বই পড়ি। কখনও ভাবিনি নিজে বই লিখব। কিন্তু যখন শর্টফিল্মের কাজ শুরু করি, তখন সেসবের গল্প আমার নিজের লিখতে হয়েছে। তারও আগে শর্টফিল্মের জন্য আরও কয়েকটি ছোটগল্প লিখেছিলাম। কিন্তু এবার যখন শর্টফিল্মের জন্য গল্প লিখতে বসি, তখন মনে হলো আমি তো ছোটগল্পের বই লিখতে পারি। সেই ভাবনা থেকে বই লেখা। আশা করি, আমার শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের কাছে বইটি ভালো লাগবে।’

অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ ‘অন্বেষা প্রকাশন’ থেকে ‘আত্মা’ বইটি প্রকাশ্যে আসবে। মেলা ছাড়াও প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইট ও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

প্রসঙ্গত, র‌্যাম্প মডেলিংয়ে শোবিজে পথচলা শুরু করেন সিবা আলী খান। ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায়ও কাজ করছিলেন, যদিও পরবর্তীতে সিনেমাটির শুটিং হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর নির্মাতা অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ সিনেমায় অভিনয় করেন সিবা। সিনেমা দুটি আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে।

অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও পথচলা শুরু করেছেন সিবা। ইতোমধ্যে চারটি শর্টফিল্ম নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে হাঙ্গার, ফ্রিডম, নিতু ও জলিল। শর্টফিল্মগুলোর গল্প ও চিত্রনাট্যও লিখেছেন এ নায়িকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা
পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে, যা বললেন নায়িকা কেয়া
যাকে বিয়ে করলেন মান্না-শাকিবের নায়িকা কেয়া
বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া