আমরা মুসলমানরা ধর্মটাকে মনে ধারণ করি, বর্ষাকে বললেন রেসি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২:৪১ পিএম


আমরা মুসলমানরা ধর্মটাকে মনে ধারণ করি, বর্ষাকে বললেন রেসি
ছবি: কোলাজ

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। সদ্যই ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরেই বড় সিদ্ধান্ত নায়িকার।

বিজ্ঞাপন

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথায়, হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি।

এদিকে, অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার শিকার হচ্ছেন  বর্ষা। এরইমধ্যে কয়েকজন অভিনেত্রী পাল্টা জবাব দিয়েছেন। এবার বর্ষাকে নিয়ে মুখ খুললেন নায়িকা রেসি। 

বিজ্ঞাপন

নিজের ফেসবুকে রেসি লেখেন, আমার এই ছোট্ট জীবনে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, নাচের প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার’সহ গোল্ড মেডেল পাওয়া এবং ৫০টা সিনেমায় অভিনয় করে হয়ত সেরকম কোনো স্বীকৃতি পাই নাই; কিন্তু আমার সন্তানরা যখন স্কুল থেকে এসে বলে মাম্মা আমাদের টিচাররা আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক প্রশংসা করে কারণ, আমাদের মা একজন অভিনেত্রী এবং আমাদের মাকে ইচ্ছা করলে গুগুল, ইউটিউব ও উইকিপিডিয়াতে দেখা যায়। আমার সন্তানরা আমাকে নিয়ে অনেক গর্বিত ফিল করে যে, আমি তাদের মা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

বর্ষা প্রসঙ্গ টেনে বলেন, ম্যাডাম আপনি তো এমন কোনো অসামাজিক কাজ করেন নাই যে ছেলে-মেয়েরা বড় হয়ে কি বলবে সে জন্য আপনার লজ্জিত হতে হবে। তাহলে আমি বলব অভিনয়কে ভালোবেসে নয়, গাড়ি বাড়ি সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন। আপনার বক্তব্যমতে তাহলে অভিনয় জগতের সমস্ত বড় বড় শিল্পীদের যাদের সন্তান আছে তাদেরও লজ্জা পাওয়া উচিত? তাহলে এতগুলো বছর কেন কাজ করেছেন? আপনার অভিনয় ছেড়ে দেওয়ার অন্য কোনো কারণ দেখাতে পারতেন। এমনিতেই সাধারণ জনগণ আমাদেরকে কটু কথা বলতে ছাড়ে না। আপনি আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন।

সবশেষে লেখেন, আমরা যারা মুসলমান তারা সবাই নিজের ধর্মকে মনের ভিতর ধারণ করি। আমাদের যেখান থেকে অর্জন যত পরিচিতি সেই জায়গাটাকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারব না। নিজের কাজকে, পেশাকে সৎ নিয়তে করা উচিত।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission