ঢাকাThursday, 17 April 2025, 4 Boishakh 1432

ডিএসসিসির চিরুনি অভিযানের ৮ম দিনে ৫ মামলা, ৮৭ হাজার টাকা জরিমানা আদায়

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ , ১০:৩৩ পিএম


loading/img
ডিএসসিসির চিরুনি অভিযানের ৮ম দিনে ৫ মামলা, ৮৭ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৮ম দিনের চিরুনি অভিযানে মোট ১১২টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৫টি মামলা ও ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বিজ্ঞাপন

ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার (২৫ আগস্ট) অঞ্চল-১ এ ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৬ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকা এবং অঞ্চল-৪ এ নবাবপুর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৪ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৪টি স্থাপনা পরিদর্শন করেন। এসময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা করেন ও ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

বিজ্ঞাপন

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১১টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এসময় আদালত ১টি মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। অভিযানকালে আদালত কোনও স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়নি।

একই সাথে অঞ্চল-৪ এ ভ্রাম্যমাণ আদালত ৬৭টি স্থাপনা পরিদর্শন করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত কোনও স্থাপনায় এডিস মশার প্রজননস্থল খুঁজে না পেলেও ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পাওয়ায় স্থাপনা দুটির মালিকদেরকে সতর্ক করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৬ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |