সাম্প্রতিক ক্রিকেট আলোচনায় বেশ উচ্চারিত হচ্ছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নামটি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত টেস্টে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য সিরিজসেরা হন তিনি। এরজন্য কিছুদিন আগে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। সেই ক্রিকইনফোতে মিরাজ হয়ে গেলেন মিলন। এতে অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারেন।
বাংলাদেশে দলের সঙ্গে এখন শ্রীলঙ্কায় মিরাজ। টেস্ট শুরুর আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার বাংলাদেশের বোলিং ইনিংসে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। তবে ক্রিকইনফোতে দেখা গেলো মিরাজ নয়, বোলিং করছেন মেহেদী হাসান মিলন!
মেহেদী হাসান মিরাজ ছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। তবে মেহেদী হাসান মিলনও ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। ২০ বছর বয়সী বাঁহাতি এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ। ব্যাট হাতে ১৪২ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১৬ উইকেট। মেহেদী হাসান রানা নামের আরেক ক্রিকেটারও মিরাজের সঙ্গে খেলেছিলেন ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
কে/জেএইচ