ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বার্সেলোনার বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০৯:৫২ এএম


loading/img

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিলো জুভেন্টাস। এক সপ্তাহ আগে তুরিনে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরে যায় বার্সেলোনা। তখন থেকে তাদের বিদায়-ঘণ্টা বাজতে শুরু করে। 

বিজ্ঞাপন

দ্বিতীয় লেগের ম্যাচের স্কোরলাইন ০-০ হওয়ায় ৩-০ গোলের ব্যবধানেই বার্সাকে টপকে ইউরোপ সেরা হবার লড়াইয়ে জুভেন্টাস উঠে গেলো শেষ চারে। 

যদিও বার্সার হাতে সুযোগ ছিলো, বার্সেলোনাকে ম্যাচটি জিততে হতো ৪ গোলের ব্যবধানে। 

বিজ্ঞাপন

গোল না করতে পারলেও ম্যাচটা দুর্দান্তই খেলেছে বার্সা। একের পর এক আক্রমণ করে জুভেন্টাসের রক্ষণভাগকে ব্যস্তই রেখেছিল তারা। কিন্তু জুভেন্টাসের রক্ষণ চাপটা সামলেছে ভালোভাবেই। তবে গোলের সুযোগ বেশ কয়েকবার আসলেও মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছা দলটির সঙ্গী স্পেনের রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্সের মোনাকো।

বিজ্ঞাপন
Advertisement

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |