ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মেসির শিক্ষার অভাব আছে বললেন মেক্সিকান ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০৪:১৩ পিএম


loading/img
ছবি- এএফপি

বর্তমানে মেসিকে আইকন হিসেবে মানেন তরুণ ফুটবলাররা। সবাই-ই চাই মেসির মতো সফল একটি ক্যারিয়ার তৈরি করতে। এবার মেসির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা।

বিজ্ঞাপন

প্রাক-মৌসুমের ম্যাচে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে মেসির ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসিকে উদ্দেশ্য করে মেক্সিকান ক্লাবের সমর্থকরা দুয়ো দিতে থাকে, যা স্বাভাবিকভাবে নিতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।

প্রক্রিয়াও দেখান মেসি, হাতের তিন আঙুল উঁচিয়ে ধরেন তিনি। বোঝান তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যপারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মেসির এই ইঙ্গিতপূর্ণ আচরণ। 

বিজ্ঞাপন

এতে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। তাদের দলে যোগ হয়েছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। মেসির এই ইঙ্গিতের কড়া সমালোচনা করেন তিন।  

বাউতিস্তা বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি। কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায়।

এর আগে, কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পর দেশটির কোচ লুইস ফন গলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিাইন সুপারস্টার লিওনেল মেসি। লম্বা সময় পর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আবারও।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |