গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
জানা গেছে, সকাল ১১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী জাহান পরিবহনের যাত্রীবাহী বাস উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকার তেলের পাম্পের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
বিজ্ঞাপন
এতে ২০ জন বাসযাত্রী আহত হন।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে রংপুর মেডিক্যাল ও বগুড়া মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
এসজে