পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার দেয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিদের সংগ্রহ বিনা উইকেটে শূন্য রান।
বিজ্ঞাপন
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে শ্রীলঙ্কাকে দারুণ সূচনা এনে দেন ধনঞ্জয়া ডি সিলভা ও দানুশকা গুনাতিলকা। দলীয় ৭৩ রানে ধনঞ্জয়া ৩৪ রান করে বিদায় নিলে আর কোনো কার্যকর জুটি গড়তে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ফলে ৪০ ওভার ২ বলে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। গুনাতিলকা ৩৯ ও কুসাল মেন্ডিস করেন ৩৩ রান।
অজিদের হয়ে মিচেল স্টার্ক ৩টি এবং ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ট্রাভিস হেড।
বিজ্ঞাপন
সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
ডিএইচ/