ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচন করতে সাব-কমিটি গঠন হবে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ০৯:১৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন করতে একটি সাব-কমিটি গঠন করবে এডহক কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (৫ এপ্রিল) এডহক কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট বার ভবনে ল’ রিপোর্টাস ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সমিতির সিনিয়র সদস্য, সাবেক সভাপতি বা সম্পাদক এবং সব পদের সাবেক নির্বাচিত নেতৃত্বের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম মেহেদী, মির্জা আল মাহমুদ, মো. সাইফুর রহমান, ড. শামসুল আলম ও এস এম জুলফিকার আলী জুনু।

লিখিত বক্তব্যে শাহ আহমেদ বাদল বলেন, প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে যে, ১৫ এবং ১৬ মার্চ সমিতিতে কোনো নির্বাচন হয়নি। কাজেই কমিটির প্রশ্নই ওঠে না। তারপরও মমতাজ উদ্দিন ফকির ও আব্দুন নুর দুলাল নিজেদের সভাপতি ও সম্পাদক বলে যে দাবি করছে তা বে-আইনি। আমরা সবাইকে অনুরোধ করছি দলীয় আনুগত্য, ব্যক্তিগত লোভ ও গোষ্ঠীগত স্বার্থ পরিত্যাগ করে বারের সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠানের যে অঙ্গীকার ব্যক্ত করেছি সেই কাজে আপনারা সহযোগিতা করুন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এডহক কমিটি মূল লক্ষ্য হচ্ছে সংবিধান অনুযায়ী অপশন ফরম পূরণ সাপেক্ষে একটি নির্ভুল ভোটার তালিকার প্রণয়ন করা। আগামী ১৪ ও ১৫ জুন একটি অবাধ, সুষ্ঠু ও রাজনৈতিক দলের প্যানেলের বৃত্ত ভেঙে নির্বাচনের বিধান অনুসরণ করে নির্বাচন করা। সেই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের ভোটে নির্বাচিত কমিটির কাছে বারের দায়িত্বভার অর্পণ করা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |