ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৫ পিএম


loading/img
ফাইল ফাইল

রাজধানীর সুপ্রিম কোর্টে নির্মাণাধীন একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মো. মজিবুর রহমান (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মজিবরের সহকর্মী হামিদুল ইসলাম জানান, তাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কোমরডোলা গ্রামে। বর্তমানে সুপ্রিম কোর্টের ভেতরেই থাকতেন। তিনি রডমিস্ত্রীর হেলপার ছিলেন। রাতে নির্মাণাধীন ভবনের ১১তলার ছাদে কাজ করার সময় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে মারা যান। নিহতের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |