• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিজিবির ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্ব পদক 

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
বিজিবির ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্বে পদক 
ফাইল ছবি

২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্ব পদক।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।

এছাড়া ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক‘ (বিজিবিএম) পাচ্ছেন ১১ জন, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ (পিবিজিএমএস) পাচ্ছেন ২৫ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক’প্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। এ ছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

অন্যদিকে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ করে টাকা। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর ২০ ডিসেম্বর বিজিবি দিবসে এ পদক তুলে দেওয়া হয়ে থাকে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম হওয়ার বিষয়ে শাহীনের অভিযোগ মিথ্যা: বিজিবি
হিলি সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত
দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক