ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৯:৪৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ২ কোটি টাকার ভারতীয় সানস্ক্রিন ক্রিম, শার্ট, প্যান্ট ,পাঞ্জাবি ও কাপড় জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপির সদস্যরা ভারতীয় এসব পণ্য জব্দ করেন। 

জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য জব্দ করা হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজ্ঞাপন

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা থেকে ২ কোটি টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

আরটিভি/এএএ-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |