• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিলো রবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০২০, ২০:২৪
প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিলো রবি
প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিলো রবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে আজ মঙ্গলবার বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, রবির কাছে মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী আজ রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।

এদিকে গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২০০০ কোটি টাকা জমা দিতে বলেছে আদালত। তবে এখনও গ্রামীণফোন বিটিআরসিকে টাকা দেয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গেল ৫ জানুয়ারি বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটাকে নির্দেশ দেয় হাইকোর্ট।

৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়। একই সঙ্গে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে বলে জানান রবির আইনজীবী কাজী এরশাদুল আলম।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন
গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হওয়ার সিদ্ধান্ত বশেমুরবিপ্রবি প্রশাসনের
শাবিপ্রবিতে কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
বশেমুরবিপ্রবির নতুন ট্রেজারার ড. মোহাম্মদ নাজমুল আহসান