প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিলো রবি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে আজ মঙ্গলবার বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, রবির কাছে মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী আজ রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।
এদিকে গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২০০০ কোটি টাকা জমা দিতে বলেছে আদালত। তবে এখনও গ্রামীণফোন বিটিআরসিকে টাকা দেয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল ৫ জানুয়ারি বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটাকে নির্দেশ দেয় হাইকোর্ট।
৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়। একই সঙ্গে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে বলে জানান রবির আইনজীবী কাজী এরশাদুল আলম।
এসএস
মন্তব্য করুন