ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার (প্রফেসর ইউনূস) উপস্থিতি সম্মেলনকে উৎসাহিত করেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি এ সম্মেলনের মর্যাদা আরও বাড়িয়েছে।

ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আপনার মতো মানুষের কাছ থেকে শিখি। ডব্লিউজিএস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতিতে আমি মুগ্ধ। 
ড. ইউনূস এ সময় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। কারণ দেশটি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দিয়েছে, যা দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |