ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রেমের বিয়ের ৮ মাস পর স্বামীর বাসায় তরুণীর মরদেহ

আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুলাই ২০২৪ , ০৬:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর কদমতলী জাপানি বাজার এলাকার একটি বাসা থেকে কুলসুম ওরফে স্বর্ণালী (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুলসুম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকার মো. নাসিরের মেয়ে।

তার মা তাসলিমা বেগম জানান, টিকটকের মাধ্যমে ফুয়াদ নামে এক ছেলের সঙ্গে কুলসুমের পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক হলে আটমাস আগে পালিয়ে বিয়ে করেন তারা। মাঝেমধ্যে কুলসুমকে নির্যাতন করতেন ফুয়াদ।

বিজ্ঞাপন

তাসলিমা আরও জানান, বৃহস্পতিবার স্বামীর বাসা থেকে পালিয়ে সিদ্ধিরগঞ্জে বাবাবাড়িতে চলে আসেন কুলসুম। তখন তার ওপর নির্যাতনের সব কিছু জানান। কিন্তু নিরুপায় কুলসুম শুক্রবার সকালে আবার ঢাকায় স্বামীর কাছে চলে যান। কুলসুম বাবাবাড়ি যাওয়ার বিষয়টি জানায় ফুয়াদ রোববার রাতে শাশুড়িকে ফোন করে রাগারাগি করেন। কুলসুমকে মেরে ফেলার হুমকি দেন। সবশেষ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ফোন করে জানায়, কুলসুম মারা গেছেন।

সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়ই ঝগড়া হতো। এর জেরে সোমবার বাসার গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন কুলসুম। খবর পেয়ে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই কামরুন নাহার আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা জানা গেলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |